Dr.Wilhelm Heinrich Schuessler Born on 21 August
1821 in German. He is a Medical
Doctor And Naturopath. He’s known for Biochemic
Cell Salt Research. He Died on 30 March 1898 (Aged 77).
Dr. Schuessler’s Biochemic 12 Tissue Salts
বায়োকেমিক মেডিসিনঃ
ডাঃ শুসলার একজন জার্মান চিকিৎসক ১৮৭৩ সালে বায়োকেমিক মেডিসিন তত্ব প্রতিষ্ঠা করেন। ডাঃ শুসলার এর ১২ টি টিস্যু সল্ট গুলো হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী দশমিক শক্তিতে (১:১০) প্রস্তুত করা হয়, যা ১২ টি অজৈব খনিজ যৌগ হতে প্রাপ্ত এবং কোষীয় স্বাস্থের জন্য খুবই গুরুত্তপূর্ন। কোষীয় লবনগুলো শরীরের খনিজ ঘাটতি এবং ভারসাম্য পূরন ও পুনপ্রতিষ্ঠা করে এবং শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়া গুলোকে উদ্দীপ্ত করে। খনিজ পদার্থ থেকে প্রাপ্ত কোষীয় লবন গুলো শরীরের রোগ প্রতিরোধ এবং খনিজ লবনের চাহিদা পূরনে কার্যকরী ভূমিকা পালন করে।
বায়োকেমিক ট্যাবলেট ফর্মঃ
ট্যাবলেট সমূহ ব্যবহার এবং পরিবহন সুবিধাজনক বিধায় দীর্ঘদিন যাবত 3x, 6x, 12x, 30x, 200x শক্তিতে বাজারে পাওয়া যায়। ট্যাবলেট সাধারনত শরীরে প্রবেশ করার পরে ২০ থেকে ৩০ মিনিট সময় নেয় রক্তের সাথে মিশতে এবং একটি ট্যাবলেট ৩৯% থেকে ৫৩% শরীরে ব্যাবহৃত হয়।

0 Comments