Bio Plasgen No.2 : Asthma (হাঁপানী)

 

সক্রিয় উপাদান:

নেট্রাম সালফ (Natrium Sulp),  কেলি ফস (Kali Phos), ম্যাগ ফস (Mag Phos), নেট্রাম মিউর (Natrium Mur), ফেরাম ফস (Ferrum Phos) ।

কার্যকারিতা :

সাধারণত হাঁপানী (Asthma) লক্ষণ সাদৃশ্যে এবং বায়োকেমিক চিকিৎসার মূল সূত্রানুসারে উপরোক্ত বায়োকেমিক ঔষধগুলোর সঠিক শক্তি ও মাত্রার মিশ্রণ (
Bio Plasgen No.2) প্রয়োগে বিশেষভাবে ফলপ্রদ। শ্বাসকষ্ট এবং মনে হয় বুক আটকে ধরছে, রোগী শুয়ে থাকতে পারে না, উঠে বসতে বাধ্য হয়, কাশতে কাশতে অস্থির হয়ে পড়ে, বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ করে এবং টেনে টেনে শ্বাস নেয়, শ্লেষ্মা যত বেশী আঠাল ও শক্ত হবে রোগীর কষ্ট তত বেশী হবে, প্রভৃতি সাদৃশ্যে Bio Plasgen No.2 অত্যন্ত কার্যকর।

সেবনমাত্রা ও সেবনবিধি:

প্রাপ্তবয়স্ক- ৪টি এবং শিশু- ২টি করে ট্যাবলেট দিনে ৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন

Post a Comment

0 Comments