সক্রিয় উপাদান:
নেট্রাম সালফ (Natrium Sulp), নেট্রাম ফস (Natrium Phos) ও সাইলিসিয়া (Silicia) ।
কার্যকারিতা :
সাধারণত ডায়রিয়া (Diarrhoea) রোগের লক্ষণ সাদৃশ্যে এবং বায়োকেমিক চিকিৎসার মূল সূত্রানুসারে উপরোক্ত বায়োকেমিক ঔষধগুলোর সঠিক শক্তি ও মাত্রার মিশ্রণ (Bio Plasgen No. 8) প্রয়োগে বিশেষভাবে ফলপ্রদ। চর্বিযুক্ত বা অতিরিক্ত গুরুপাক খাদ্য খাওয়ার কারণে পানির মত পায়খানা, তার সাথে অপরিপাক খাদ্য কণা নির্গত হওয়া, পিপাসা, জিহ্বায় সাদা আবরণ, অবসাদ, ক্লান্তি প্রভৃতি লক্ষণে ইহা উপকারী ।
সেবনমাত্রা ও সেবনবিধি:
প্রাপ্তবয়স্ক- ৪টি এবং শিশু- ২টি করে ট্যাবলেট দিনে ৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন

0 Comments