Bio Plasgen No. 4 : Constipation (কোষ্ঠকাঠিন্য)

 

সক্রিয় উপাদান:

সাইলিসিয়া (Silicia), নেট্রাম মিউর (Natrium Mur), ক্যালি মিউর (Kali Mur), ক্যাল ফ্লোর (Cal Fluor) ।

কার্যকারিতা :

সাধারণত কোষ্ঠকাঠিন্যের (Constipation) লক্ষণ সাদৃশ্যে এবং বায়োকেমিক চিকিৎসার মূল সূত্রানুসারে উপরোক্ত বায়োকেমিক ঔষধগুলোর সঠিক শক্তি ও মাত্রার মিশ্রণ (
Bio Plasgen No. 4) প্রয়োগে বিশেষভাবে ফলপ্রদ। কোন ধরনের কারণ ছাড়াই কোষ্ঠকাঠিন্য, পায়খানা শুষ্ক, শক্ত ও কালো ভারি ধরনের, মাথা ব্যথা, জিহ্বায় সাদা প্রলেপ, প্রভৃতি লক্ষণে ইহা অত্যন্ত কার্যকর ।

সেবনমাত্রা ও সেবনবিধি:

প্রাপ্তবয়স্ক- ৪টি এবং শিশু- ২টি করে ট্যাবলেট দিনে ৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন

Post a Comment

0 Comments