সাধারণত অর্শ/গেজ রোগের লক্ষণ সাদৃশ্যে এবং বায়োকেমিক চিকিৎসার মূল সূত্রানুসারে উপরোক্ত
বায়োকেমিক ঔষধগুলোর সঠিক শক্তি ও মাত্রার মিশ্রণ (Bio
Plasgen No. 17) প্রয়োগে বিশেষভাবে ফলপ্রদ। ইহা যে কোন ধরনের পাইলস
(অর্শ/গেজ), বিশেষ করে সূচের মত ব্যথাযুক্ত বাহ্যিক পাইলস এবং ব্যথা বা ব্যথা বিহীন
রক্ত ঝরা পাইলস সংক্রান্ত সমস্যায় ইহা বিশেষভাবে
কার্যকর ।
সেবনমাত্রা ও সেবনবিধি:
প্রাপ্তবয়স্ক- ৪টি এবং শিশু- ২টি করে ট্যাবলেট দিনে ৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী সেব্য।
0 Comments