ক্যাল ফস (Cal Phos), কেলি ফস (Kali Phos), ফেরাম ফস (Ferrum Phos), ম্যাগ ফস (Mag Phos) ও ক্যালি সালফ (Kali Sulp) ।
কার্যকারিতা :
সাধারণত অনিয়মিত ঋতুস্রাব (Irregular Menstruation) রোগের লক্ষণ সাদৃশ্যে এবং বায়োকেমিক চিকিৎসার মূল সূত্রানুসারে উপরোক্ত বায়োকেমিক ঔষধগুলোর সঠিক শক্তি ও মাত্রার মিশ্রণ (Bio Plasgen No. 15) প্রয়োগে বিশেষভাবে ফলপ্রদ। কমবয়সী মেয়েদের ব্যথাযুক্ত অনিয়মিত স্বল্প রজঃস্রাব এবং দেরীতে মাসিক দেখা দেয়। মধ্যবয়সী মেয়েদের তাড়াতাড়ি দীর্ঘস্থায়ী ও প্রচুর রক্তস্রাব হওয়া । অনেক সময় মাসিক নির্দিষ্ট তারিখের আগেই বা দীর্ঘায়িত হওয়া ইত্যাদি সমস্যায় ইহা কার্যকর ।
সেবনমাত্রা ও সেবনবিধি:
প্রাপ্তবয়স্ক- মহিলাদের জন্য প্রতিবার ৪টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন
0 Comments