সক্রিয় উপাদান:
কেলি ফস (Kali Phos), ক্যাল ফস (Cal Phos), ক্যালি সালফ (Kali Sulp), নেট্রাম মিউর (Natrium Mur) ।
কার্যকারিতা :
সকল প্রকার লিউকোরিয়া (শ্বেত প্রদর) (Leucorrhoea) রোগের লক্ষণ সাদৃশ্যে এবং বায়োকেমিক চিকিৎসার মূল সূত্রানুসারে উপরোক্ত বায়োকেমিক ঔষধগুলোর সঠিক শক্তি ও মাত্রার মিশ্রণ (Bio Plasgen No. 13) প্রয়োগে বিশেষভাবে ফলপ্রদ। বয়ঃসন্ধি-কালীন সময়ে বা যৌবনারম্ভকালে, গর্ভাবস্থায়, মাসিকের পূর্বে ও পরে এবং সাধারণ দুর্বলতা ও হিষ্টিরিয়া অবস্থায় ইহা কার্যকর ।
সেবনমাত্রা ও সেবনবিধি:
প্রাপ্তবয়স্ক- মহিলাদের জন্য প্রতিবার ৪টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন
0 Comments