Natrum Sulph. (নেট্রাম সালফ)



Salt 10. Natrum Sulph. (নেট্রাম সালফ)

পোটেন্সি/শক্তিঃ 3x, 6x, 12x, 30x, 200x

কার্যকারীতাঃ


নেট্রাম সালফ সাধারণ ভাবে নির্বিষকরণ প্রক্রিয়া এবং তরল বর্জ্য নিষ্ক্রমণে এবং যকৃতের ক্রিয়ায় এই লবন সাহায্য করে এবং আরো বিস্তারিত জানার জন্য ডাঃ উইলহেম শুসলার এর বায়োকেমিক মেটেরিয়া মেডিকা অনুসরন করা যেতে পারে।

ট্যাবলেট সেবন বিধিঃ

প্রাপ্ত বয়ষ্ক ৪টি, অপ্রাপ্ত বয়ষ্ক ২ থেকে ৩ টি, শিশু ১ থেকে ২ টি ট্যাবলেট দৈনিক ৩ থেকে ৪ বার অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

অন্যান্য হোমিওপ্যাথিক ঔষধের সাথে বায়োকেমিক ঔষধের ব্যাবহারে কোনোরূপ পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে জানা যায়নি।

সতর্কতা ও সংরক্ষনঃ

শিশুদের নাগালের বাহিরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন

Post a Comment

0 Comments